
সীতাকুণ্ডের সোনাইছড়ির বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।
আজ রবিবার (১২ জুন) দুপুর ২টায় নগরীর বেসরকারী পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ নুরুল কাদের (২২) এর মৃত হয়। তিনি বিএম কন্টেইনার ডিপোতে কর্মরত ছিলেন।
পার্কভিউ হাসপাতালের এর ডিজিএম মোঃ হুমায়ুন কবির গণসমাধ্যমকে নুরুল কাদেরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রামের বাঁশখালীর অধিবাসী নুরুল কাদের আমাদের হাসপাতালে আইসিইউতে ছিলেন। আজ দুপুর দুইটায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা তার মরদেহ গ্রামের বাড়ী নিয়ে যাচ্ছে।
এর আগে আজ রবিবার ভোরে ঢামেক হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফায়ার সার্ভিস কর্মী ফায়ার ফাইটার গাউসুল আজম। এনিয়ে বিএম কন্টেইনার ডিপোর বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মোট মৃতরে সংখ্যা দাড়িয়েছে ৪৭ জনে।
এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮-এ।
রোববার (১২ জুন) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। একই দিন ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গাউসুল আজম নামের এক ফায়ার ফাইটার।
প্রসঙ্গত, গত ৪ জুন দিবাগত রাত ১১টায় সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও কন্টেইনার বিস্ফোরণে ঘটনা ঘটে।