
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়ন পরিষদের কাছে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন।
আজ বুধবার (১৫ জুন) উপজেলার পুটিবিলা ডিসি সড়কে বেলা পৌণে ১টায় মোটরসাইকেল, সিএনজি টেক্সি ও ডাম্পার ট্রাকের মধ্যে ত্রি-মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হন।
দুর্ঘটনার পর উক্ত সড়কে যার চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে।

নিহতরা হলেন- পুটিবিলা এলাকার আবুল কাশেমের ছেলে মোটরসাইকেল চালক মো. তৌহিদ (২৫) ও সিএনজি টেক্সীর যাত্রী আধুনগর হরিনার মাঝির পাড়ার রিদুওয়ানের কন্যা মরিয়ম জান্নাত (৭)।
লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনায় কবলিত গাড়ীগুলো উদ্ধার করেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, দুপুরে তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত ও আহত হয়েছেন ৫ জন। ডাম্পার ট্রাক চালককে আটক করা হয়েছে।