
নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে পুকুরে ডুবে আবদুল কাইয়ুম ইমতিয়াজ (৮) ও সামিউল বাসির (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই।
আজ বুধবার (১৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে ৮ নম্বর ওয়ার্ড চানপুর সাহা গ্রামের লাল মিয়া সর্দার বাড়ির পুকুর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।
তারা হলো: লাল মিয়া সর্দার বাড়ির আবদুল করিমের ছেলে আবদুল কাইয়ুম ইমতিয়াজ ও সাইফুল ইসলামের ছেলে সামিউল বাসির। তারা দুজন স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় জামাতের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খাওয়ার পর ঘরে ছিল ইমতিয়াজ ও সামিউল। বিকেলে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয় তারা। সাড়ে ৫টার দিকে তাদের বাড়ির কোথাও দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন।
নিহত শিশুদের চাচা অ্যাডভোকেট আবদুল আলিম বলেন, খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের পাশের পুকুর পাড়ে তাদের দুজনের জুতা পড়ে থাকতে দেখা যায়। তারা পুকুরে পড়ে গেছে এমন সন্দেহে পুকুরে নেমে তাদের খোঁজার একপর্যায়ে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়। রাতে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও জানান তিনি।