
চট্টগ্রামের ভেটেরিনারি এন্ড ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়র (সিভাসু) ৪ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রধানমন্ত্রীকে কটূক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগে তাদের সাময়িক বহিস্কার করা হয়েছে বলে কর্তৃপক্ষের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বহিষ্কৃত চার শিক্ষার্থী হলেন—সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বোরহান উদ্দিন মো. সাজ্জাদ, মোমিন বিন রহিম, তসলিম উদ্দিন এবং মোহাম্মদ তানভিরুল ইসলাম। তাদেরকে বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান হল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃত শিক্ষার্থীদের অভিযোগ মূলত ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতা কর্তৃক বিশ্ব নবী হযরত মোহাম্মদ (স.) এর বিরুদ্ধে কটুক্তি ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশ নেয়ার কারণে তাদের বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) এক অফিস নোটিশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিকেল অনুষদের ডিভিএম এর ২৪ তম ব্যাচের চার শিক্ষার্থীকে আবাসিক হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম স্বাক্ষরিত সেই অফিস নোটিশে বলা হয়,’উল্লেখিত শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কটূক্তি, ধর্মীয় উস্কানিমূলক, সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্র পরিপন্থী বিবৃতি প্রদান করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করায় তাদেরকে সিভাসুর Rules Regarding General Discipline মোতাবেক এই বিশ্ববিদ্যালয়ের এম. এ. হান্নান হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হল।
এ বিষয়ে জানতে চাইলে ভেটেরিনারি এন্ড ও এ্যনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাসনিম ইমাম গণমাধ্যমকে বলেন,’ বিষয়টি ঠিক সে কারণেই করা হয়নি। তারা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করেছে, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছে। তাই তাদেরকে আবাসিক হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আর বাকি বিষয়টি হল কর্তৃপক্ষই ভালো জানবেন।’