
দীর্ঘ ১২ বছর পর চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের বঞ্চিত করে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে আওয়ামী লীগ থেকে আসা দুই নেতাকে। এতে ক্ষোভের আগুনে জ্বলছে নেতাকর্মীদের মন। প্রতিবাদে পদত্যাগ করেছেন সদ্য ঘোষিত কমিটির দুই সহসভাপতি। পদত্যাগের করার লাইনে আছেন আরো কয়েকজন।
বুধবার (১৬ নভেম্বর) যুবলীগের কেন্দ্রিয় চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয়েছে দিদারুল ইসলামকে সভাপতি ও জহুরুল ইসলাম জহুরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী তিন বছর কমিটির মেয়াদকাল। নেতাকর্মীদের অভিযোগ তারা দুজনই আওয়ামী লীগের পদ থেকে যুবলীগে এসেছেন।
জানাগেছে, সভাপতি দিদারুল ইসলাম পূর্বের কমিটির সিনিয়র সহ সভাপতি ছিলেন।তবে তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদেও আছেন। তবে এ অভিযোগ অম্বিকার করে দিদার বলেছেন, ‘আমি আওয়ামী লীগের কোনো পদে নেই। যুবলীগের সিনিয়র সহ সভাপতি ছিলাম। বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নামও দিদারুল আলম। তিনি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। নাম একই হওয়ায় সবাই গুলিয়ে ফেলছেন।’
এ ব্যাপারে শিকলবাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম ফোরকান বলেন, ‘দিদারুল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আর আমি সাধারণ সম্পাদক। আমি ফেসবুকে দেখলাম, তিনি দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি হয়েছেন। ইউনিয়ন আওয়ামী লীগের পদ থেকে তিনি অব্যাহতি নিয়েছেন কি না সেটা আমার জানা নেই।
এদিকে কমিটি ঘোষণার পর বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে সদ্য সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নতুন কমিটির সহ সভাপতি পার্থ সারথী চৌধুরী এবং কম্পিউটার টাইপ করা চিঠিতে পদত্যাগ করেছেন আরেক সহ সভাপতি মো. ফারুক।
জানাগেছে, পার্থ সারথী চৌধুরী দলের একজন ত্যাগী নেতা তিনি সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। দল ক্ষমতায় থাকা অবস্থায় তিনি হামলা মামলার শিকার হন। সন্ত্রাসী হামলায় আহত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন।
প্রসঙ্গত, গত ২৮ মে পটিয়া আদর্শ স্কুল মাঠে দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাড়ে ৫ মাস পর দক্ষিণ জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ১৩ জন সহ সভাপতি রাখা হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সর্বশেষ কমিটি হয়েছিল ২০১০ সালে। সেই কমিটি দুই বছর পর ২০১২ সালের ৬ জুলাই ৭১ সদস্যবিশিষ্ট দক্ষিণ জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে। সেই থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ আর কোনো কমিটি পায়নি। সর্বশেষ গত ২৮ মে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন হলেও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়নি। ওই সময় একই পদে একাধিক প্রার্থী থাকায় কেন্দ্র থেকে কমিটি ঘোষণার প্রস্তাব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।