
গরুর গলার রশি খুলে দেয়ার মত তুচ্ছ ঘটনার জেরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন। হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পিতা-পুত্র দুজনকে আটক করেছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম। নিহতরা হলেন—পশ্চিম খুরুশিয়া এলাকার মো. জালাল (২২) ও তার ভাই মো. কামাল (১৮)।
প্রত্যক্ষদর্শী দোকানদার নুরুল কবির জানান, শুক্রবার দুপুরের দিকে জালাল তার গরুকে খাস খাওয়ানোর জন্য মাঠে বেঁধে আসেন। কিছুক্ষণ পর গিয়ে দেখেন কেউ তার গরুর গলার দড়ি খুলে নিয়ে গেছেন। খুঁজতে গিয়ে খুঁটিসহ দড়িটি শফিকুলের হাতে দেখতে পান। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হলে শফিকুলের মাথায় আঘাত লেগে ফেটে যায়। এর জেরে বিকেলে জালালের ওপর হামলা চালান শফিকুলের তিন ছেলে খোরশেদ, মোরশেদ ও সাইফুল। এ সময় তাকে বাঁচাতে তার ভাই কামালসহ প্রতিবেশী ইদ্রিছ ও তার তিন সন্তান এগিয়ে আসেন। তখন প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান দুই ভাই জালাল ও কামাল।
ওসি ওবায়দুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের গবাদিপশুর রশি দিয়ে মাটিতে খুঁটি গাঁথার মুগুর কে বা কারা নিয়ে যায়।
তাদের সন্দেহ ছিল প্রতিবেশী শফিকুল ইসলামের পরিবার এসব চুরি করেছে। এটা নিয়ে কথা কাটাকাটির জেরে শফিকুলের পরিবারের লোকজন জালাল ও তার ভাইকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের উদ্ধার করার চেষ্টা করার সময় জালালের এক আত্মীয়ও আহত হন।
ঘটনাস্থল থেকে প্রতিবেশী শফিকুল ও তার ছেলে খুরশেদকে আটক করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
