ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খুলশীতে অন্যের জায়গা দখল করে পাহাড় কেটে রাস্তা তৈরীর অভিযোগ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

খুলশীতে পাহাড় কেটে রাস্তা তৈরী করছে ভুমিদস্যূ চক্র।

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন মুরগি ফার্ম এলাকায় অন্যের জায়গা দখল করে পাহাড় কেটে রাস্তা তৈরির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্র বিরুদ্ধে। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের লিখিত অভিযোগ দিয়েছেন ওই জায়গার প্রকৃত মালিকরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, পাহাড়তলী থানার খুলশী মৌজার পূর্ব পাহাড়তলী আর এস ৮৫ নম্বর খতিয়ানের আর এস ২৩ দাগের বি এস ১১৩ নম্বর খতিয়ানের বিএস ২০ ও ২১দাগের পাহাড় ও ছনখোলা সম্পত্তি অন্যতম মালিক আব্দুল জব্বার। তার নামে আর এস খতিয়ান আছে।আর এস আব্দুল জব্বার এর ইন্তেকালের পর তার ওয়ারিশগণ পরস্পরায উক্ত সম্পত্তির মালিক হয়।

অভিযোগ রয়েছে শফিকুল ইসলাম পিতা- মৃত আলী আহমদ আবু তাহেরের নেতৃত্বে একটি ভূমিদস্যু চক্র দীর্ঘদিন যাবৎ উক্ত পাহাড়ি জায়গা দখল করে আছে।

.
.

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের দেওয়া অভিযোগে পারভীন আক্তার নামে একজন ওয়ারিশ জানান, উল্লেখিত তফসিলভুক্ত পাহাড়ি জায়গা হতে রাতের অন্ধকারে গোপনে পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে চক্রটি। এ ব্যাপারে বাধা দিতে গেলে জায়গার প্রকৃত মালিকদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ভূমিদস্যু চক্রটি বেআইনিভাবে পাহাড় কেটে সড়ক তৈরি করছে।এতে পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

পরিবেশ অধিদপ্তরের অভিযোগ দানকারী পারভিন আক্তার আশঙ্কা প্রকাশ করেন অদূর ভবিষ্যতে তারা জায়গার দক্ষতা ফিরে পাওয়ার পর পাহাড় কাটার দায়ে তাদের উপর চাপিয়ে দেওয়া যেতে পারে। এমতাবস্থায় জায়গাটির প্রকৃত মালিক হিসেবে বেদখলকারীরা পাহাড় কেটে পরিবেশ নষ্ট করার কারণে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন,পাহাড়তলীর মুরগি ফার্মের ভিতর পাহাড় কাটার অভিযোগ একটি আবেদন পেয়েছি৷ এ ব্যাপারে সরেজমিনে তদন্ত করে পাহাড় কাটার অভিযোগ পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print