বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে এক মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন। আজ ২৩ ডিসেম্বর, শুক্রবার দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বাল্যবিয়ের আয়োজন করেছিল কনের পরিবার।
ইউএনও মোহাম্মদ মামুন বলেন, সদ্য দাখিল পাস মাদ্রাসা ছাত্রীর বাড়ি ও কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনা করে বাল্য বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
এ সময় কনের পরিবারকে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
কমিউনিটি সেন্টারের প্রায় ৭ শত বরযাত্রীর আপ্যায়নের কথা থাকলেও বরপক্ষ কমিউনিটি সেন্টারের আসেননি। বরের বাড়ি উত্তর করলডেঙ্গায় বলে জানা গেছে।