তিন দিনের মাথায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের থেকে আরও এক দালালকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।
আটককৃত দালালের নাম মোরশেদ আলম (৪০)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার উত্তরপাড়া কাঁঠালি শিকদার বাড়ির মোহাম্মদ মনজুর আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর আলম আশিক বলেন, আজকে সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে এক দালালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত দুইদিন আগেও হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে তিনজন দালালকে আটক করা হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীর স্বজনদের হয়রানি করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।