
কেন্দ্রিয় কর্মসূটি ১০ দফা দাবিতে বের করা মিছিল করার সময় চট্টগ্রামে জামায়াত শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পাচঁলাইশ থানার মুরাদপুর মোহাম্মদপুর এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন বলেন, সকালে ‘শুলকবহর এলাকা থেকে মিছিলটি বের করে জামায়াত শিবিরের কর্মীরা। সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ৮জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া মিছিলে অংশ নেওয়া জামাত নেতারাসহ গ্রেপ্তার ৮জনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে।’
জানাগেছে, কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সকালে শুলকবহর মাদ্রাসার সামনে থেকে শুরু হওয়া মিছিলটিতে নেতৃত্ব দেন মহানগর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ শাহজাহান। এতে সিনিয়র নায়েবে আমির নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ নগর জামায়াতের নেতারা অংশ নেন।