দৈনিক সময়ের কাগজের প্রতিষ্ঠার গৌরবময় ১৬ বছরে পদার্পণ উপলক্ষে বন্দর নগরী চট্টগ্রামে দুই পর্বের জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ২৪ ডিসেম্বর (শনিবার) এশিয়ান এস আর হোটেলের ব্যঙ্কুইট হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন দৈনিক সময়ের কাগজের চট্টগ্রাম আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানা।
অনুষ্ঠানের প্রথম পর্বে চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দৈনিক সময়ের কাগজের সম্পাদক আবু বকর সিদ্দীক। বিশেষ অতিথি ছিলেন-যথাক্রমে ভারপ্রাপ্ত সম্পাদক নূরুন্নবী বাবু, উপদেষ্টা সম্পাদক আসাদুজ্জামান মিল্টন, সৈনিক আহমেদ, আহসান হাবিব।
সকাল ১১টায় কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক সময়ের কাগজের চট্টগ্রাম আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানা, একাউন্টস অফিসার শেখ আলাউদ্দিন, স্টাফ রিপোর্টার এম জাবেদুর রহমান, স্টাফ রিপোর্টার মঞ্জুর মোর্শেদ রনি সহ চট্টগ্রাম বিভাগীয় অফিসের সব প্রতিনিধিরা। রাজবাড়ী স্থানীয় সম্পাদক শহীদুল ইসলাম, সিনিয়র সহ-সম্পাদক খন্দকার সোহেল টানু সহ প্রমুখ।

অনুষ্ঠানে দৈনিক সময়ের কাগজের চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিদের শুভেচ্ছা ক্রেস্ট, সেরা প্রতিনিধি ক্রেস্ট ও বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
দুপুর ২টায় মধ্যাহ্ন বিরতীর পর বিকেল সাড়ে ৩টায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান গণমাধ্যমের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় উদ্বোধক ছিলেন দৈনিক দেশ রূপান্তর এর চট্টগ্রাম ব্যুরো প্রধান ফারুক ইকবাল, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দীন চৌধুরী, প্রধান আলোচক ছিলেন দৈনিক সময়ের কাগজের সম্পাদক আবু বকর সিদ্দীক, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দৈনিক সংবাদ চট্টগ্রাম ব্যুরো প্রধান নিরুপম দাশগুপ্ত দৈনিক সংবাদ সারাবেলা চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ রুবেল খান, রেনেস্কো সুয়েটার লিমিটেডের পরিচালক মোহাম্মদ মুছা। পরে কেক কেটে দৈনিক সময়ের কাগজের ১৬ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান ফেরদৌস, পাঠক ডট নিউজের সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, রঙধনু ঘুড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান আসিফ ইকবাল, , দৈনিক সকালের সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান এস এম পিন্টু, সহ চট্টগ্রামের বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।