
জেলার ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ওসমান (২২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও এক যুবক।
নিহত মুহাম্মদ ওসমান উপজেলার মির্জাহাট এলাকার পূর্ব কৈয়া গ্রামের মোস্তাফিজুর রহমান প্রকাশ কালা মনার ছেলে।তিনি পেশায় টাইলস মিস্ত্রী ছিলেন।
আজ সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ফটিকছড়ি-রামগড় সড়কের ভুজপুর নারায়ণহাট ইউপির ভাঙ্গা পুলের সামনের টেকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে চট্টগ্রাম-নারায়ণহাটের একটি বাস উল্টো দিকে এসে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ২জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার ওসমানকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী বলেন- ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। বাস-মোটরসাইকেলের সংঘর্ষে ওসমান নামের একজনের মৃত্যু হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে ড্রাইভার পলাতক রয়েছে বলে জানান তিনি।