
যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সংগঠনের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘাত-প্রতিঘাত ও প্রতিকূল অবস্থার বিস্তারিত আলোচনা করেন।
নেতৃবৃন্দ আরো বলেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালে দীর্ঘ ৯মাস স্বৈরাচার পাকিস্তানীদের কারাগারে জীবন মৃত্যুর মুখোমুখি হয়ে বাঙালির স্বাধীনতাকামী বিশ্ব নেতৃবৃন্দের চাপের মুখে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৮ জানুয়ারি পাকিস্তানী কারা থেকে মুক্ত হয়ে লন্ডন ও দিল্লী হয়ে ১০ জানুয়ারি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পবিত্র ভূমিতে পা রেখে হাজার বছরের কাঙ্খিত স্বাধীনতাকে পূর্ণতা দান করেন। নেতৃবৃন্দ আরো বলেন, জাতির জনকের বলিষ্ঠ নেতৃত্বে অর্জিত স্বাধীনতার সুফল বাস্তবায়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নিরলস পরিশ্রম করছেন যা বর্তমান বিশ্বে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ প্রয়াসে দেশের উন্নয়নে স্ব-স্ব অবস্থান থেকে দৃশ্যমান ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মহানগর যুবলীগ সদস্য এডভোকেট আনোয়ার হোসেন আজাদ, আকবর হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য একরাম হোসেন, মাহাবুব আলম আজাদ, শাখাওয়াত হোসেন স্বপন, আবু সাঈদ জন, হেলাল উদ্দিন, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, এস.এম সাঈদ সুমন, নুরুল আনোয়ার, সালেহ আহমদ দীঘল, আসহাব রসুল জাহেদ, আবদুল আউয়াল, খোকন চন্দ্র তাঁতী, শেখ নাসির আহম্মদ, সনত বড়ুয়া, দেলোয়ার হোসেন দেলু, আজিজ উদ্দিন চৌধুরী, ইকবাল ইকরাম শামীম, সাইফুর রহমান রাজু, সাজ্জাদ আলী খান বাহাদুর, কাজল প্রিয় বড়ুয়া, শাকিল হারুন, হোসেন সরওয়ার্দী সরোয়ার, ওয়ার্ড যুবলীগ সভাপতি, সাধারণ সম্পাদকদের মধ্যে আবুল কালাম আবু, মান্না বিশ্বাস, আবুল বশরসহ অন্যান্য নেতৃবৃন্দ।