
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মরহুম মাস্টার মোহাম্মদ শাহজাহান মৃত্যুকালে চার ছেলে এক মেয়ে স্ত্রী ও বহু আত্মীয়-স্বজন শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আজ সোমবার রাত ৯টায় চট্টগ্রামের হালিশহর বিডিয়ার মাঠ এবং আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সন্দ্বীপে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে সন্দ্বীপের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে
এদিকে মাস্টার শাহজাহানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিবৃতিতে তিনি মরহুম মোঃ শাহজাহান বিএ’র পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।