
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ( বিএসপিপি) চট্টগ্রামের এক আলোচনা সভা আজ সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রুপরেখা-ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক সেমিনার আয়োজনের জন্য তারিখ, সময় ও ভেন্যু নির্বাচনের বিষয় বিশদ আলোচনা হয়।
সর্বসম্মতিক্রমে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৩ ইং সেমিনারের তারিখ নির্ধারণ করা হয়।
সভায় গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম মহানগর বিএনপি সমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনায় মহানগর বিএনপি’র আহবায়ক ডাক্তার শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের হয়রানিমূলক মামলার হয়রানিমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা প্রকাশ করা হয়।
এসময় আলোচনায় অংশ নেন পেশাজীবী নেতা বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এএসএম বদরুল আলম, বিএসপিপি চট্টগ্রামের সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, সিএমইউজের সভাপতি সাংবাদিক মোহাম্মদ শাহ নওয়াজ, ডাক্তার জসিম উদ্দিন, ডা. তমিজ উদ্দীন মানিক, চবি শিক্ষক নেতা প্রফেসর নজরুল কদির, ইঞ্জিনিয়ার সেলিম মোহাম্মদ জানে আলম, ডাক্তার বেলায়েত হোসেন ঢালী, সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, ডা. ফয়েজুর রহমান ডাক্তার এস এম ইফতেখারুল ইসলাম, শিক্ষক সমিতির নেতা সাইফুল ইসলাম চৌধুরী, এডভোকেট জামাল উদ্দিন পারভেজ, ড. শফিকুল ইসলাম, ও মোঃ সাখাওয়াত হোসেন।