চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা ট্রাক টার্মিনালে কাভার্ডভ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে সম্রাট আকবর জাহিদ নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
আজ শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে তাঁর লাশ উদ্ধার করা হয় পুলিশ। নিহত মো. জাহিদ ডবলমুরিং থানার আগ্রাবাদ এক নম্বর গলির মো. আলমের ছেলে।
পুলিশের ধারণা প্রেম ঘটিত ঘটনায় জাহিদ আত্মহত্যা করেছে। তার জামার পকেটে থাকা একটি চিরিকুট পাওয়া গেছে। তাতে তিনি মৃত্যুর জন্য কেউ দায়ি নয় বলে লিখে যায়। এর আগে সে কয়েকটি ফেসবুক স্ট্যাটাস লিখে যায়।
সিএমপির বন্দর থানার উপ-পরিদর্শক রেজাউল হক বলেন, কোন কারণে এই ছেলে হতাশ ছিল। সে কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক নুরুল আলম আশিক বলেন, গলায় বেল্ট পেঁচানো অবস্থায় জাহিদ নামে এক যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।