লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে পাচারকালে মহাবিপন্ন প্রজাতির একটি পেঁচা ও দুটি লজ্জাবতী বানরসহ চার পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ সম্মুখস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে বিপন্ন প্রজাপতির প্রাণীগুলো উদ্ধার করা হয়েছে। এসময় পাচারকাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
অভিযানে গ্রেফতারকৃত পাচারকারীরা হলেন- বান্দরবানের আলিকদম উপজেলার দানু সর্দার পাড়ার আনোয়ার হোসেনের ছেলে মোবারক হোসেন (২৭), একই উপজেলার পুর্ব পালং পাড়ার মৃত আমির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৭), উত্তর পালং পাড়ার সৈয়দ হোসেনের ছেলে মহিউদ্দিন (২৪) এবং খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বায়রা এলাকার মৃত দিলু সিকদারের ছেলে আজহার সিকদার (৪৮)।
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো : আতিকুর রহমান জানান, আমাদের কাছে তথ্য ছিলো বান্দরবান জেলার আলিকদম থেকে চকরিয়া হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে বিক্রি করার জন্য বিপন্ন প্রজাতির প্রাণীগুলো নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সম্মুখস্থ মহাসড়কে দুইটি মোটরসাইকেল থামিয়ে মহাবিপন্ন প্রজাতির একটি পেঁচা ও দুটি লজ্জাবতী বানরসহ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হই।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান বলেন, ভ্রাম্যমাণ আদালতে গ্রেফতারকৃতরা তাদের নিজেদের অপরাধ স্বীকার করায় আইন অনুযায়ী তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।