ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাঁশখালীতে মুহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ পোষ্ট, ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
ফেসবুকে মহানবী (সা.) ও তাঁর সাহাবীদের নিয়ে জেলার বাঁশখালীতে এক যুবকের কুরুচিপূর্ণ পোষ্ট ও কথোপকথনকে কেন্দ্র করে এলাকার ধর্মপ্রাণ মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

শাহেদ বিন কাশেম নামে পোস্টদাতা ওই যুবকের শাস্তির দাবী জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর বাহারছড়া আহলে সুন্নত ওয়াল জামা’য়াত ও বিক্ষুব্ধ মুসলিম সমাজ। এ সময় তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আজ শনিবার (২৮ জানুয়ারী)  সকালে উপজেলার উত্তর বাহারছড়া থেকে শুরু হয়ে বশির উল্লাহ মিয়াজি বাজার চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দোষীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিক্ষুব্ধ মুসলিম জনতা। অন্যথায় তারা আরো কঠিন কর্মসূচির হুশিয়ারি দেন।

মাওলানা সৈয়দুল আলম বাহারি এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে তদন্তপূর্বক দোষীকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলে আশ্বস্থ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, আনোয়ারা (সার্কেল) সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বশিরুল্লাহ মিয়াজি বাজারের পশ্চিম অংশের বণিক কল্যাণ সমিতির সভাপতি ডা. মাহবুব আলম, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু জাফর সহ অনেকে।

এর আগে (Md Shahed Bin kasem) নামের একটি ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর সাহাবীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোষ্ট দিলে তা স্ক্রিনশট হয়ে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে পুরো বাঁশখালী জুড়ে সামাজিক যোগযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে এবং মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

জানা যায়, নবী ও সাহাবীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী মোহাম্মদ শাহেদ বিন কাশেম (৩৪) বাহারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ইলশা গ্রামের হাছিম আলী বাপের বাড়ির মৃত মো. আবুল কাশেম এর পুত্র।

এ বিষয়ে বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ফেসবুকে পোষ্ট করার অপরাধে দোষীকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে জানান। তাকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।’

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুল ইসলাম সুমন বলেন, ‘এ খবর পেয়ে আমরা বসে নেই। আমরা দ্রুত তাকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছি। খুব শিগগির তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘আমিও একজন মুসলিম, আমার অন্তরেও আঘাত লেগেছে। এ ঘটনার সাথে জড়িত অপরাধীকে তদন্তপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।’

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print