
জেলার সীতাকুণ্ড রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (৩০ জানুয়ারী) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া পিএইচপি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাসেল ওরফে সালাউদ্দিন (৩৩) বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহামুদাবাদ (নড়ালিয়া) এলাকার মৃত মুনছুর আহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে পিএইচপি গেট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সালাউদ্দিন। এ সময় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তাঁর মৃত্যু হয়।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল উদ্দিন বলেন, মোটরসাইকেলের ধাক্কায় একজন মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’