চট্টগ্রামের কর্ণফুলী থেকে আনুমানিক ৪৫ বছর বছর বয়সী এক ভবঘুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।
আজ সোমবার (৩০ জানুয়ারি) দুপুর আড়াইটায় দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা আবাসিক এলাকায় একটি সড়কের পাশ থেকে ওই ভবঘুরের লাশ উদ্ধার করা হয়।
তার পরনে শুধু লুঙ্গি ছিল। গায়ে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্ণফুলী থানার পুলিশ।
কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক দুলাল মাহমুদ জানিয়েছেন, দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনার স্থল লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।