
চট্টগ্রামের ২০ হাজারের বেশি মাদ্রাসা শিক্ষার্থীকে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উদ্যোগে এ আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে এসব খাবার পৌঁছে দেওয়া হয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায়। এর মধ্যে রয়েছে ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা, জামেয়া মহিলা মাদ্রাসা, আল আমিন বারিয়া কামিল মাদ্রাসা, জামেয়া মাদানিয়া (কাশেফুল আলম), মিছবাহুল উলুম মাদ্রাসা, সোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসা, ওয়াজেদিয়া মাদ্রাসা, মারকাজুত দাওয়া তালিমুল কোরআন মাদ্রাসা, দামপাড়া মাদ্রাসা, আশেকানে আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ইত্যাদি।
বসুন্ধরা গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের জন্মদিন উপলক্ষে এ আয়োজন করা হয়।
মাদ্রাসা এতিমখানা ছাড়াও উন্নত খাবার বিতরণ করা হয়েছে হজরত আমানত শাহ (র.), হজরত গরিবুল্লাহ শাহ (র.), হজরত মিছকিন শাহ (র.), হজরত বদনা শাহ (র.) দরগাহ, চট্টগ্রাম রেল স্টেশন এলাকাসহ নগরের বিভিন্ন এলাকার দুস্থ, অসহায় ভাসমান মানুষের মধ্যেও।

বসুন্ধরা গ্রুপের একজন কর্মকর্তা জানান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্যারের জন্মদিন উপলক্ষে সারাদেশে লাখো শিশু কিশোর শিক্ষার্থীকে উন্নত খাবার পরিবেশন করা হচ্ছে। চট্টগ্রামে ২০ হাজারের বেশি শিক্ষার্থীর কাছে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। এ ছাড়া নগরের দুস্থ, অসহায় মানুষের মধ্যেও খাবার বিতরণ করা হয়েছে।
তিনি জানান, বসুন্ধরা গ্রুপের এমডি স্যারের পক্ষ থেকে ঢাকায় প্রতি শুক্রবার এতিম শিশুদের জন্য সুস্বাদু খাবার পাঠানো হয়। স্যার চিটাগং স্টক এক্সচেঞ্জের সঙ্গে এবিজি লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে যখন চট্টগ্রামে এসেছিলেন তখন চট্টগ্রামেও খাবার বিতরণ কর্মসূচি চালু করেন।