
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সাগর উপকূল থেকে মো: মহরম আলী (৩৭) নামে এক যুবকের লাশ উদ্ধারের পর তার নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুলের সাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ। মৃত মহরম আলী কদমরসুল এলাকার জাহানাবাদ ১নং ওয়ার্ডের শামসুল আলম পুত্র।
সীতাকুণ্ডের কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ এস.আই এনামুল হক জানান,দুপুর ১২টার দিকে উপজেলার ভাটিয়ারী কদমরসুল সাগর উপকূলে দুই ভাই এক সাথে সাগর তীরবর্তী এলাকায় ছোট জাল দিয়ে মাছ ধরতে যায়। এক সময় এক ভাই আরেক দেখতে না পেয়ে খুঁজাখুঁজি শুরু করে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির এক পর্যায়ে সাগরের তীরবর্তী আরেফিন শীপ ব্রেকিং ও নামরীন ডায়নামিক শিপ রিসাইক্লিং নামে দুটি ইয়ার্ডের মাঝখান পড়ে থাকতে দেখতে পায়। পরে বিষয়টি স্হানীয় প্রতিনিধির মাধ্যমে আমরা জানতে পেরে ঘটনাস্থলে আসি এবং লাশটি উদ্ধার করেছি। উদ্ধার পরবর্তী আমরা সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্ত রিপোর্টের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছি।
মহরমের পরিবারের সদস্যরা বলছেন, স্ট্রোক করে মহরমের মৃত্যু হয়েছে। তবে নাক দিয়ে রক্ত ঝরার পাশাপাশি মাথায় আঘাতের চিহ্ন পাওয়ায় দাফনের আগে বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে থানা পুলিশ।
এ ব্যাপারে সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, মহরম আলীর মৃত্যুর খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা গিয়ে দেখতে পেয়েছে মহরম আলীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল সমুদ্রের চরে বিধায় নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে। মাথায় আঘাত থাকায় অস্বাভাবিক মৃত্যু বলে ধরে নেওয়া হচ্ছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।