
ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুইটি আবাসিক হলে অভিযান চালিয়ে এসময় দুইটি হল থেকে তিনটি রামদা ও একটি স্টাম্প উদ্ধার উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
গতকাল শুক্রবার রাত সোয়া ১২টা থেকে দেড়টা পর্যন্ত পুলিশের সহযোগিতায় প্রক্টরিয়াল বডির সদস্যরা এ তল্লাশি চালায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হলের কক্ষ দখল, টেন্ডারের টাকা ভাগবাটোয়ারা ও গ্রুপের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিজয় গ্রুপের দুই পক্ষের মধ্যে কোন্দল চলছিল। গত সোমবার একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আল-আমিনের অনুসারী কর্মীরা এ এফ রহমান হল ও আলাওল হল থেকে ফুল নিয়ে সোহরাওয়ার্দী হল প্রাঙ্গণে এলে দেলওয়ারের অনুসারীদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ১৫ জন কর্মী আহত হন। এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যেই কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম বলেন, ‘আমরা দুই হলে তল্লাশি চালাই। আমাদের কাছে তথ্য ছিল হলে বহিষ্কৃত ও বহিরাগত অনেকে হলে অবস্থান করছে, তবে তল্লাশিতে আমরা কাউকে পাইনি।’
তিনি আরও বলেন, ‘তল্লাশি চালিয়ে দুটো হল থেকেই দেশীয় অস্ত্র দা, রামদা, ছুরি, রড, কাচের বোতল, কয়েক বস্তা ভাঙা পাথর পেয়েছি। কাউকে আটক করা হয়নি।