
আগামী ১৪ জুন, বুধবার চট্টগ্রাম মহানগরে “দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ” সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর আওতাধীন “পতেঙ্গা, ইপিজেড, বন্দর, ডবলমুরিং ও সদরঘাট থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ প্রস্তুতি সভা আজ ৮ জুন বিকেলে দলীয় কার্যালয় নাছিমন ভবনে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি’র সভাপতিত্বে ও নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খানের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহীন সহ মহানগর ও থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতারা।
বক্তারা বলেন, জনগণ ভোটাধিকার পুনরুদ্ধার করার জন্য রাজপথে নেমে এসেছে, এবার ভোট ডাকাত সরকারের আর শেষ রক্ষা হবে না। ইতোমধ্যে পায়ের নিচে মাটি সরে গেছে, এবার জনবিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হবে। কোনো স্বৈরাচার ক্ষমতা ছাড়তে চায় না, তাদের বাধ্য করতে হয়। পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারেনি। স্বৈরাচার এরশাদের পতন হয়েছে, শেখ হাসিনারও পতন হবে। জনগণের অধিকার জনগণ আদায় করবে, কোন বাধা আর মানবে না। জনগণের এই বাঁধভাঙা জোয়ারে শেখ হাসিনা তলিয়ে যাবে।
বক্তারা আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের কর্তৃত্ববাদী শাসনে দেশে ঘোর দুর্দিন নেমে এসেছে। দুঃশাসনের অরাজকতায় দেশকে খাদের কিনারে ঠেলে দেওয়া হয়েছে। চরম মুদ্রাস্ফীতিসহ ভয়ঙ্কর অর্থ সংকটে অর্ধাহারে ও অনাহারে মানুষের দিন কাটছে। এদিকে প্রায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা দেশ। লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা। তিনি এই লুটেরা সরকারের হাত থেকে দেশ বাঁচাতে আগামী ১৪ জুন কেন্দ্রঘোষিত চট্টগ্রাম বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে থাকবে।
প্রস্তুতি সভায় আগামী ১৪ জুনের চট্টগ্রাম বিভাগীয় “দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ” সফল করার লক্ষ্যে আগামী ১০ জুন আগ্রাবাদ চৌমুহনী ও ইপিজেড মোড়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে প্রচারপত্র বিতরণের কর্মসূচি ঘোষণা করা হয়।