t এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে প্রথম কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার চালু – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে প্রথম কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার চালু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে সর্বপ্রথম কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার চালু করেছে বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম।

১১ জুন, রবিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ক্যান্সার সেন্টারটির উদ্বোধন করা হয়েছে।

কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টারটি নিঃসন্দেহে চট্টগ্রামবাসীর জন্য অভাবনীয় এক উপহার। রোগীরা এখানে মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, হেমাটোলজি, পেইন-পেলিয়্যাটিভ কেয়ার ইত্যাদি সেবা পাবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ইসমাইল খান; সিএমসিএইচ-এর পরিচালক ব্রি. জে. মো: শামীম আহসান; এভারকেয়ার হসপিটালস বাংলাদেশ এর এমডি ও সিইও ডা. রত্নদ্বীপ চাস্কার; এভারকেয়ার হসপিটালস বাংলাদেশ এর হেমাটোলজি ও বিএমটি সেন্টারের কোঅর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ; এভারকেয়ার হসপিটালস বাংলাদেশ এর মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ; এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সিওও সামীর সিং; মেডিকেল ও রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ; এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. দীপক সিং প্রমুখ।

অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান বলেন, “আমি খুবই আনন্দিত যে, দেশে ক্যান্সার রোগীদের সেবা নিশ্চিতে এভারকেয়ার হসপিটাল প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। রোগীর সেবা প্রদানে তিনটি ট্রান্সফর্মেশন রয়েছে। প্রথমত, সাইকোলজিকাল ট্রান্সফর্মেশন, দ্বিতীয়ত কনভিকশনাল ট্রান্সফর্মেশন এবং তৃতীয়ত বিহেবিয়ারাল পার্সপেকটিভ। এই তিনটি ট্রান্সফর্মেশন নিশ্চিতের মাধ্যমে এভারকেয়ার হসপিটাল ক্যান্সার রোগীদের সর্বোচ্চ সেবা করে যাচ্ছে।”

এভারকেয়ার হসপিটালের এমডি ও সিইও ডা. রত্নদ্বীপ চাস্কার বলেন, “এভারকেয়ার গ্রুপ এবং আমাদের টিম বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে রূপান্তর করতে শীর্ষস্থানীয় ভূমিকা পালন করছে। আমরা বছরের পর বছর ঢাকায় ক্যান্সার রোগীদের বিশ্বমানের চিকিৎসা প্রদান দিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামবাসীর জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতির অংশ হিসেবে, চট্টগ্রামে প্রথম ও একমাত্র কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার চালু করতে পেরে আমরা আনন্দিত। এটি চট্টগ্রামের স্বাস্থ্য খাতে ব্যাপক পরিবর্তন আনবে বলে আমার বিশ্বাস।”

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সিওও সামীর সিং বলেন, “এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বরাবরই এই অঞ্চলের মানুষদের জন্য উদ্ভাবনী ও বিশ্বমানের নতুন নতুন সুবিধা নিয়ে এসেছে। তারই ধারাবাহিকতায়, অত্যাধুনিক এই সেন্টারের উদ্বোধন করতে পেরে আমরা গর্বিত। ক্যান্সার শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা সংকট ও ঘাটতিগুলো সামনে উঠে আসছে। ক্যান্সারের সুচিকিৎসা নিশ্চিতে দেশব্যাপি অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার এখনই সময়।”

ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, “চট্টগ্রামের স্বাস্থ্যখাতে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম যুগান্তকারী পরিবর্তন এনেছে। নগরীর প্রথম ও একমাত্র হাসপাতাল হিসেবে আমরা অত্যাধুনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সুবিধা বাস্তবায়নে বিনিয়োগ করেছি। নতুন কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টারের মাধ্যমে বিএমটি পরিষেবা সকলের জন্য সহজলভ্য করে তোলা সম্ভব হবে এবং উন্নত চিকিৎসার সন্ধানে আর বিদেশ যাওয়ার প্রয়োজন হবে না।”

প্রফেসর ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ বলেন, “প্রাথমিক পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক সরঞ্জাম ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে পারলে অধিকাংশ ক্ষেত্রেই সম্পূর্ণরূপে ক্যান্সার নিরাময় সম্ভব। এর সবই এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টারে পাওয়া যাবে। এটি নিঃসন্দেহে চট্টগ্রামবাসীর জন্য একটি অভাবনীয় উপহার।”

-প্রেসবিজ্ঞপ্তি।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print