
চট্টগ্রামে পিতার সাক্ষর জাল করার অভিযোগে এক ভাইয়ের দায়ের করা মামলায় অপর দুই ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রবিবার (২ জুলাই) চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দে এর আদালত এই আদেশ দেন।
কারাগারে পাঠানো দুই ভাই হলেন, ননী গোপাল দে (৫৬) ও সজল চন্দ্র দে (৪২)। তারা নগরীর আকবরশাহ থানার উত্তর কাট্টলী আচার্য্য পাড়া ঈশান মহজান রোড এলাকার মৃত সতীশ চন্দ্র দে এর ছেলে।
মামলার বাদী তপন কুমার দে এর আইনজীবী অ্যাডভোকেট মোশরেছ উল আজম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিতার স্বাক্ষর জাল করে জালিয়াতির আশ্রয় নেওয়ায় এক ভাইয়ের মামলায় অপর দুই ভাইয়ের বিরুদ্ধে গত ২৬ জুন আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। আজ রবিবার আদালতে হাজির হয়ে দুই ভাই জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ এপ্রিল পিতার স্বাক্ষর জাল-জালিয়াতি করার অভিযোগে ননী গোপাল দে ও সজল চন্দ্র দে এর বিরুদ্ধে আদালতে মামলা করেন তাদের ভাই তপন কুমার দে। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডি চট্টগ্রাম মেট্রোকে তদন্তের নির্দেশ দেন। সিআইডি তদন্ত শেষে ২০২৩ সালের ৯ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক মো.আব্দুল করিম আদালতে মামলার প্রতিবেদন দাখিল করেন। সেখানে প্রথম ঘটনার তারিখ দেখানো হয় ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি জাল আমমোক্তারনামা রেজিষ্ট্রির। দ্বিতীয় ঘটনা ২০১২ সালের ৬ মার্চ জাল আমমোক্তারনামা কেজিডিসিএল এ ব্যবহার করা হয়। ২০১৩ সালের ৯ অক্টোবর তাদের পিতা সতীশ চন্দ্র দে মারা যান।