
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ১কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১৭৯ মেট্রিক টন চোরাই বিটুমিন উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার র্যাব-৭ সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাট এলাকায় একটি ডিপোতে অভিযান চালিয়ে উক্ত বিটুমিন উদ্ধার করে। এসময় বিটুমিন চোরাচালানী চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- মোঃ দিদারুল ইসলাম (৩৫) ফেনী, মোঃ দেলোয়ার হোসেন খান (৪২) লক্ষীপুর, মোঃ কবির (৪২)ঝালকাঠি এবং মোঃ তাজুল ইসলাম (৬১) কুমিল্লা।
র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- জনৈক নিজাম উদ্দিন এবং আকবর আলীর জায়গায় কতিপয় ব্যক্তি অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবত চোরাই বিটুমিন মজুদ করছে। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার গাড়ি থেকে অবৈধভাবে চুরি করা বিটুমিন কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রয় করে আসছিল। অভিযান চলাকালে তারা বৈধ কোন কাগজপত্র / চালান দেখাতে পারেনি। এসময় আসামীদের হেফাজতে থাকা ৮৫৪টি ড্রাম এবং ২টি ড্রাম ট্রাক হতে মোট ১৭৯ মেট্রিক টন চোরাই বিটুমিন এবং বিটুমিন পরিবহনে ব্যবহৃত ১টি কভার্ডভ্যান জব্দ করা হয়। জব্দকৃত চোরাই বিটুমিনের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত বিটুমিন ও ড্রাম ট্রাক সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।