ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ওমানে আ’লীগের নারী এমপি চট্টগ্রামের সানি আটক, মুচলেকা দিয়ে মুক্ত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ওমানে রাজনৈতিক মিটিং করতে গিয়ে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বেশ ক’জন সফরসঙ্গী এবং স্থানীয় নেতাকর্মীসহ আটক হয়েছিলেন সংরক্ষিত মহিলা আসন (চট্টগ্রাম)’র এমপি খাদিজাতুল আনোয়ার সনি।

গত মঙ্গলবার রাতে ওমানের রাজধানীতে হাফ্ফা হাউস মাস্কাট হোটেলে রাজনৈতিক বৈঠকে বসেছিলেন তিনি। থ্রিস্টার-মানের ওই হোটেলে তার থাকার কথা ছিল কিন্তু মিটিংয়ের কোনো অনুমতি ছিল না। পরে মুচলেকায় এমপি ছাড়া পেলেও অন্যদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকা ও মাস্কাটের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বিভিন্ন মারফত ঘটনাটি শুনেছেন বলে স্বীকার করলেও বিস্তারিত অবহিত নন বলে দাবি করেন। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি সঙ্গে আলাপে বলেন, শুনেছি অনুমতি ছাড়া মিটিং করতে গিয়ে ওমান পুলিশের বাধার মুখে পড়েছিলেন মহিলা এমপি খাদিজাতুল আনোয়ার।

হোটেলেই তিনি মিটিংটি করছিলেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনুমতি না থাকায় পুলিশ ঝামেলা করেছে। তাদের বাধায় বৈঠকটি ভণ্ডুল হয়ে যায়। তবে এমপিকে আটক এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে তিনি বিস্তারিত জানেন না বলে দাবি করেন।

উল্লেখ্য, খাদিজাতুল আনোয়ার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামের কবির আহমেদ সওদাগর বাড়ির সন্তান সনি ২০শে ফেব্রুয়ারি ২০১৯ এমপি হিসেবে শপথ নেন। তিনি প্রয়াত সংসদ সদস্য আলহাজ রফিকুল আনোয়ারের কন্যা।

ওমানে এমপি আটক প্রশ্নে সংবাদ ব্রিফিংয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী: এদিকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি ওমানে আটক বিষয়ে গতকাল বিকাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের কাছে কোনো তথ্য ছিল না।

বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে একাধিক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা কোনো কিছু জানি না। আমরা জানি না এরকম কোনো সংসদ সদস্য সেখানে বেড়াতে গেছেন। কোনো ব্যক্তি যদি যান, সেটি ব্যক্তিগত উদ্যোগে। সরকারিভাবে আমরা কাউকে পাঠাইনি। এ মুহূর্তে এবং এই তথ্য আপনাদের কাছ থেকেই শুনলাম। মন্ত্রীর জবাব শুনে এ নিয়ে আরও স্পষ্ট করার দাবি জানিয়ে (সম্পূরক প্রশ্নে) এক সাংবাদিক বলেন, আপনি জানেন না, নাকি ঘটনাটি ঘটেনি? জবাবে মন্ত্রী ফের আই ডোন্ট নো বলে প্রসঙ্গ এড়িয়ে যান।

উল্লেখ্য, স্থানীয় একটি সংবাদ মাধ্যমের বরাতে গতকাল দুপুর থেকেই সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি ওমানে আটক হয়েছেন বলে সামাজিক মাধ্যমে চাউর হতে শুরু করে। বিভিন্ন ফেসবুক পোস্টে বলা হয়, মঙ্গলবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য রয়্যাল ওমান পুলিশের সিআইডি টিম এমপি, তার সফরসঙ্গী এবং মিটিংয়ের জন্য হোটেলে জড়ো হওয়া প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ শেষে এমপিকে ছেড়ে দিলেও অন্যরা এখনো আটক বলে জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওমানের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানান, দেশটিতে প্রচলিত নিয়মের তোয়াক্কা না করে, স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে রাজনৈতিক সভা পরিচালনা করার জন্য এমপি সনিসহ তার একাধিক সমর্থকদের দীর্ঘক্ষণ আটক করে রেখে জিজ্ঞাসাবাদ চালায় ওমানের পুলিশ। ওমানের আইন অনুযায়ী, দেশটিতে বিদেশি নাগরিকদের জন্য পূর্ব ঘোষণা এবং অনুমতি ব্যতীত রাজনৈতিক সভা পরিচালনা করা নিষিদ্ধ। এমপি সনির ওমানস্থ কিছু সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হতে পারে।

প্রকাশ্যে নৈতিকতা ভঙ্গের অভিযোগে নারীদের গ্রুপকে গ্রেপ্তার ওমান পুলিশের
প্রকাশ্যে নৈতিকতা ভঙ্গের অভিযোগে নারীদের একটি দলকে গ্রেপ্তার করেছে ওমানের পুলিশ। তাদের বিরুদ্ধে একইসঙ্গে বিদেশি বসবাসের আইন লঙ্ঘনের অভিযোগও দায়ের করা হয়েছে। এক বিবৃতিতে ওমানের রয়্যাল পুলিশ জানিয়েছে, মাস্কাট গভর্নরেট পুলিশ কমান্ড নৈতিকতা লঙ্ঘন এবং বিদেশিদের আবাস আইন লঙ্ঘনের অভিযোগে এশীয় জাতীয়তার একদল নারীকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print