
রাউজানে বন্যার পানিতে নৌকা ডুবে নিখোঁজ তরুণ উদ্যোক্তা (ব্যবসায়ী) শাহেদ হোসেন বাবু (৩৭) এর মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের ৩২ ঘণ্টার আজ বুধবার (৯ আগস্ট) সকালে হালদা নদীর ছায়ারচর এলাকায় তার লাশ ভাসতেদেখে স্থানীয় লোকজন উদ্ধার করে।
মৃত শাহেদ রাউজানের উরকিরচর এলাকার বাসিন্দা। তিনি পেশায় কৃষি ও মৎস্য খামারি ছিলেন।
নৌ পুলিশের হালদা ফাঁড়ির ইনচার্জ এস আই মাহফুজুল হাছান বলেন, নিখোঁজ হওয়ার স্থান থেকে কয়েক কিলোমিটার দূরে হালদা নদীর ছায়াচর থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেছে। পরবর্তী আইনী প্রক্রিয়া শেষ করতে তাদের বাড়িতে এসেছি। পুলিশ তার সুরতাহাল করে লাশ পরিবারকে বুঝিয়ে দিয়েছে। মরদেহটি পানিতে থাকায় শরীরে একটু পচন ধরেছে।’
শাহেদ হোসেন বাবু রাউজানের উরকিচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত সিআইপি এস এম ইউসুফের ছেলে।
এর আগে সোমবার (৭ আগস্ট) রাতে অতি বর্ষণে উরকিরচর গ্রামের শাহেদের গরুর খামার ডুবে যায়। খামারে থাকা কয়েকটি গরু পার্শ্ববর্তী খালে ভেসে যায়। গরুগুলো উদ্ধার করে শাহেদ আরও তিনজন সঙ্গীসহ সন্ধ্যায় নৌকায় করে ফেরার সময় নৌকা উল্টে হালদার শাখা খালপাড়ে যান। অন্য ৩ জন উঠতে পারলেও সাঁতার না জানার কারণে তীব্র স্রোতের টানে ভেসে যান। ।
নিখোঁজ শাহেদের খোঁজে ‘ঘটনার পর থেকে সদরঘাট নৌ থানা থেকে একটি টিম হালদা নৌ ফাঁড়ির পুলিশ সদস্যদের নিয়ে স্পিডবোটে করে নদী ও শাখা খালে সন্ধানে তল্লাশি চালিয়েছিলো।