ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পতেঙ্গার লালদিয়ায় নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণ ডেনিশ মায়ের্স্ক গ্রুপের প্রস্তাব বিবেচনার আশ্বাস প্রধানমন্ত্রীর

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বস্ত করেছেন, চট্টগ্রামের লালদিয়ায় একটি নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ড্যানিশ শিপিং অ্যান্ড লজিস্টিক জায়ান্ট মায়ের্স্ক গ্রুপের প্রস্তাবে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ বিবেচনা করবে।

সোমবার (২৮ আগস্ট) মায়ের্স্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট মায়ের্স্ক উগলা এবং বাংলাদেশে ডেনিশ চার্জস ডি’অ্যাফেয়ার্স আন্দ্রেস বি কার্লসেন তার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে ৫০টিরও বেশি ডেনিশ কোম্পানি কাজ করছে এবং মায়ের্স্ক গ্রুপ এখন লালদিয়ায় এপিএম টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করতে আগ্রহী।’

প্রধানমন্ত্রী বলেন, বন্দর উন্নয়নে লজিস্টিক নীতিমালা প্রণয়নের জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম ও মোংলা দুটি বন্দর ইতোমধ্যে চালু রয়েছে। সরকার পায়রা বন্দর নামে আরেকটি বন্দর নির্মাণ করছে, শিগগিরই এটি চালু হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত, নেপাল ও ভুটানকে পারস্পরিক সুবিধার জন্য এই বন্দরগুলো ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, বন্দরে; বিশেষ করে পায়রা বন্দরে অনেক সুযোগ-সুবিধা থাকবে।

জাতির উন্নয়ন ও কল্যাণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই মহান নেতা জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন।

বৈঠকে মায়র্স্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বাংলাদেশে কনটেইনার শিপিং ও লজিস্টিক সাপোর্টের ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে।

প্রেস সচিব জানান, মায়ের্স্ক উগলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নকে স্বাগত জানিয়েছেন এবং এটি চট্টগ্রাম সমুদ্র বন্দরে প্রতিফলিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি বাংলাদেশে বন্দর ও লজিস্টিক সহায়তার উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে বলেন, এ খাতে অনেক সুযোগ রয়েছে।

এই প্রসঙ্গে মায়ের্স্ক গ্রুপের সিইও বলেছেন, এইচঅ্যান্ডএম, এমঅ্যান্ডএস, ওয়ালমার্ট এবং অন্যান্য বড় কোম্পানিগুলো বাংলাদেশ থেকে আরও আরএমজি পণ্য আমদানি করতে আগ্রহী।

তিনি বলেন, সহযোগিতার বৈচিত্র্যের অনেক সুযোগ রয়েছে। কারণ ডেনিশ সরকার লজিস্টিক নীতিতে অনেক বেশি সমর্থন করে।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print