
চট্টগ্রামে রেলকর্মীদের দুই পক্ষের মারামারিতে এক ঘণ্টা দেরিতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস। ট্রেন চালকের সঙ্গে ওয়ে ম্যানের বাকবিতণ্ডার জের ধরে দুপক্ষের মারামারির কারণে বন্ধ রয়েছে মালবাহী ট্রেন চলাচল।
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে হালিশহর রেলওয়ে সিজিএ জংশনে রানিং স্টাফ ও ওয়ে ম্যানদের মারামারির ঘটনা ঘটে। এ কারণে ট্রেনের ইঞ্জিন সময়মতো স্টেশনে পৌঁছাতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ের স্টেশন মাস্টার জাফর আলম বলেন, সকাল ১০টার কর্ণফুলী এক্সপ্রেস ছাড়ার সময় ছিল। তবে বন্দর পোর্ট কলোনিতে রেলওয়ের শ্রমিকদের মধ্যে ঝামেলার কারণে স্টেশনে ঠিক সময়ে ইঞ্জিন আসেনি। যার কারণে সকাল ১১টার দিকে কর্ণফুলী এক্সপ্রেস চট্টগ্রাম ছেড়ে যায়।
ট্রেন চালকের সঙ্গে ওয়ে ম্যানের বাকবিতণ্ডার জের ধরে দুপক্ষের মারামারিতে বন্ধ রয়েছে মালবাহী ট্রেন চলাচল। এর পাশাপাশি সকাল সাড়ে ৮টাই চট্টগ্রাম রেলওয়ের হালিশহর পোর্ট কলোনির ট্রেনিং সেন্টারের ১২ নম্বর সিজিএ জংশনে কর্ণফুলী এক্সপ্রেসের সামনে লাল পতাকা দিয়ে এক ঘণ্টা আটকে রাখে রেলেও ওয়ে ম্যান কর্মীরা। যার কারণে সকাল ১০ টার কর্ণফুলী এক্সপ্রেস সকাল ১১টার দিকে চট্টগ্রাম ছেড়ে যায়।