ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চমেক দুই পরিচ্ছন্নতাকর্মীর মারামারিতে একজনের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আটক সমিরন নাথ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দুই পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে মারামারির সময় একজনের মৃত্যু হয়েছে।

আজ (সোমবার) বিকেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মো. ইলিয়াছ (৪৭) মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত পরিচ্ছন্নতা কর্মী সমীরণ নাথ (৪৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে রবিবার বিকেল ৫টার দিকে ফরেনসিক বিভাগে টাকা পয়সার ভাগাভাগি নিয়ে প্রবর্তক মোড় হাতাহাতি ও মারামারির ঘটনায় গুরুত্বর আহত হয় মো. ইলিয়াছ।

নিহত অফিস সহকারীর মো. ইলিয়াছ খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার বাবুর্চি শাহজাহানের বাড়ির মৃত মো. আবুল হোসেনের পুত্র।

গ্রেপ্তার হওয়া পরিচ্ছন্নতাকর্মী সমীরণ নাথ পটিয়া উপজেলার ধলঘাট গ্রামের দিলীপ কানঙ্গের বাড়ির মৃত প্রফুল্ল নাথের পুত্র।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘দুই পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে মারামারিতে আহত একজন মারা গেছেন। আমরা অভিযুক্ত সমীরণ নাথকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

চমেক ফরেনসিক বিভাগের অফিস সহায়ক শাহীন আলম বলেন, ‘প্রায়ই টাকা-পয়সা লেনদেন নিয়ে সমীরণের সাথে ইলিয়াছের বাড়াবাড়ি হতো। সমীরণ মা-বাবা তুলে ইলিয়াছকে গালাগাল দিতো। তাই রাগ করে অনেকদিন ইলিয়াছ অফিসেও আসেনি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের মিলিয়ে দিয়েছিলো। এরইমধ্যে গতকাল সমীকরণ লাঠি দিয়ে ইলিয়াছের মাথায় বাড়ি দিলে তাকে মেডিকেল নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইলিয়াছের ছেলে মো. ইমতিয়াজ বলেন, ‘আমার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে তা খুবই মর্মান্তিক। আমার বাবা একজন ভালো মানুষ ছিলেন। এভাবে বাবাকে হারাবো কল্পনাও করিনি। আমি ছেলে হিসেবে বাবা হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print