
চট্টগ্রামে নির্বাচনী সরঞ্জাম বহনকারী পুলিশের ভাড়া করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হননি। শনিবার (৬ জানুয়ারি) রাতে নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক এলাকার চর রাঙামাটিয়া এলাকায় একটি ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকা বাসে এ আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া রাত সাড়ে ৯টার দিকে নগরীর চান্দগাঁওয়ে সিএনজি অটোরিকশায় আগুন, তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, ‘নির্বাচনী সরঞ্জাম নামিয়ে দিয়ে বাসটি দাঁড়ানো ছিল। ওই সময় কে বা কারা বাসে আগুন দিয়ে দ্রুত সটকে পড়ে। ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বাসে শুধু চালক ছিলেন। তিনি দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন।’
তিনি আরও বলেন, ‘বাসটি নগরীর ৬ নম্বর রুটে চলাচল করে। কালুরঘাট বিসিক শিল্প এলাকার মাবিয়া রশিদিয়া টেকনিক্যাল স্কুল কেন্দ্রের সামনে পার্কিং করা ছিল। পুলিশ এবং নির্বাচনে কাজে নিয়োজিতরা এটি এনেছিল। বাসটিতে করে কেন্দ্রটিতে নির্বাচনের সরঞ্জাম আনা হয়।’
এদিকে, সন্ধ্যা থেকে নগরীর বিভিন্ন ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এর আগে ভোরে চট্টগ্রামে দুটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নগরীর বন্দর ও খুলশী থানা এলাকার ৩টি ভোটকেন্দ্র আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে একটিতে স্কুলে রাখা বই, কাগজপত্র ও আসবাব পুড়ে গেছে বলে জানান বাহার উদ্দিন।