
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দিলীপ বড়ুয়া (১৮) নামে আরও এক দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (০৮ জানুয়ারি) চমেক হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচ তলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দিলীপ বড়ুয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাটাপাহাড় সুকবিলাশ এলাকার সুলাল বড়ুয়া ও রেখা বড়ুয়ার ছেলে। বর্তমানে তিনি নগরীর বায়েজিদ বোস্তামীন থানার অক্সিজেন, রউফাবাদ, মমিন সাহেবের বাড়ীতে বসবাস করে আসছিল।
এর আগে কয়েক দফায় বেশ কয়েকজন দালাল গ্রেপ্তার হয়েছিল।
চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুর উল্লাহ আশেক বলেন, হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলায় অভিযান চালিয়ে দিলীপ বড়ুয়া নামে এক দালালকে গ্রেফতার করা হয়েছে।
আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।