
শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী শাটল ট্রেনের ধাক্কায় লেগুনা গাড়ির ২ জন আহত হয়েছে।
আজ সোমবার (৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর দুই নাম্বার গেইট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ২ জন হলেন সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট পূর্ব মুরাদপুর এলাকার মো. আজিজ (৪৮) এবং নগরের হালিশহর এসওএস শিশু পল্লী এলাকার আমির হোসেন (১৭)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুপুরে ট্রেনের ধাক্কায় লেগুনা গাড়ির আহত ২ জনকে চমেক হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাদের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।