
অবৈধ সম্পদ অর্জনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর মামলায় চট্টগ্রামে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগর ও দায়রা জজ বেগম ড. জেবুন্নেছা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২ নভেম্বর জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক।
দুদকের পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া দুদকের মামলায় গত ২৩ নভেম্বর উচ্চ আদালত থেকে জামিন নেন নাছির উদ্দিন। আদালত তাকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ার নির্দেশনা দেন। গতকাল ৮ জানুয়ারি সেই ৮ সপ্তাহ পার হয়ে যায়। তবে এদিন তিনি মহানগর দায়রা জজ আদালতে বেইলবন্ড দেন। মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা নথি সূত্রে জানা গেছে, দুই কোটি ৫৬ লাখ ২৮ হাজার ৮৬ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন এবং দুই কোটি ১১ লাখ ৭১ হাজার ১৩০ টাকার অর্জিত সম্পদের তথ্য গোপন করার অভিযোগে ২০২৩ সালের ২ নভেম্বর দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ মামলা করেন সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. সবুজ হোসেন। নাছির উদ্দিন চট্টগ্রামের আনোয়ারা থানাধীন চাতরী গ্রামের মৃত শেখ মোহাম্মদের ছেলে।