
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রথমে নিজে দ্বাদশ সংসদের এমপি হিসেবে শপথ নেন। পরে তিনি আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এরপর বেলা ১১টায় স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নেন। বেলা ১২টা ১২ মিনিটে জাতীয় পার্টি ও অন্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেন। নিয়মানুযায়ী শপথগ্রহণের পরই নবনির্বাচিত সংসদ সদস্যরা কার্যভার গ্রহণ করবেন।
এর আগে মঙ্গলবার (৯ জানুয়ারি) ২৯৮ আসনে বিজয়ীদের নামের গেজেট প্রকাশ করা হয়। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনে সংসদের ২৯৮ আসনের ফলাফলে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ২২২ জন। জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬২ জন, জাসদের ১, কল্যাণ পার্টির ১ ও ওয়ার্কার্স পার্টির ১ জন নির্বাচিত হয়েছেন।
সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াতে হয়। সে অনুযায়ী, আজ সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের আগে প্রথম দফায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী এমপি হিসেবে নিজে শপথগ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন।