
কক্সবাজারের ঈদগাহে ট্রেনে কাটা পড়ে আবদুস সাত্তার (৩৯) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে৷ আজ বুধবার (১০ জানুয়ারি) ভোরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী ছৈয়দ নুর মৌলভীর বাড়ি সংলগ্ন তেতুলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সত্তার ইসলামপুর ৫ নম্বর ওয়ার্ডের জুমনগর অরলতলীর মৃত তেজু মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবদু শুক্কুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নিহত আবদুস সাত্তারের মরদেহ এখনো ঘটনাস্থলে রয়েছে। ভোরে ট্রেনে কাটা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কিভাবে ঘটনা ঘটেছে তা জানা যায় নি।
নিহত আবদু সাত্তার তার বোনের স্বামী মাওলানা সৈয়দ আনছার নামের এক ব্যক্তি বলেন, ‘রেললাইনের পাশে ধানের জমিতে পানি সেচের কাজ করতে বেরিয়েছিলেন নিহত সাত্তার। রাতে বাড়ি ফেরেননি। সকালে তার নাম্বারে ফোন দিলে অপরপ্রান্ত থেকে জানানো হয় তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। ঘটনাস্থলে এসে দেখি তার ছিন্নভিন্ন শরীর পড়ে আছে।
স্থানীয়রা ধারণা করছেন রাতে সেচের কাজ করে রেল লাইনের উপর ঘুমিয়েছিলেন নিহত সাত্তার। সাত্তারের মরদেহ পাওয়ার পরেই ঢাকা থেকে কক্সবাজারের ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করে।
রিহার্সেল ট্রেনের বগিতে কাটা পড়ে কৃষক সাত্তারের মৃত্যু হয়েছে এমনটি ধারণা করছেন স্থানীয়রা।