ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত ‘বিপ্লব উদ্যান’ ধ্বংসের প্রতিবাদ পেশাজীবীদের

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি সম্বলিত ষোলশহর ২নং গেইটে স্থাপিত ঐতিহাসিক বিপ্লব উদ্যানকে ধ্বংস করে দোকান পাট নির্মাণের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের নেতৃবৃন্দ।

বিবৃতিতে তারা বলেন, ঐতিহাসিক বিপ্লব উদ্যানের সবকিছু ধ্বংস করে সৌন্দর্য বর্ধনের নামে দোকানপাট সহ বিল বোর্ড স্থাপনের মাধ্যমে সবুজের সমারোহে সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের উন্মুক্ত এই জায়গাটিকে বাণিজ্যিক উদ্দেশ্যে যে প্রকল্প গ্রহণ করা হয়েছে তা সম্পূর্র্ণভাবে নীতিবহির্ভুত পরিবেশ আইনের লংঘন।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে এই তৎপরতা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, সৌন্দর্য বর্ধনের নামে সিটি কর্পোরেশন সুপরিকল্পিতভাবে ন্যায়ের পরিবেশ ও বিপ্লব উদ্যানের ঐতিহাসিক তাৎপর্যকে ধ্বংস করতে যে ব্যবস্থা নিয়েছে কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

.

পেশাজীবী নেতৃবৃন্দ বলেন, বিপ্লব উদ্যানকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করে সিটি কর্পোরেশন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক স্থানের গুরুত্বকে কৌশলে মুছে দিতে চায়।

বিবৃতিদাতারা হলেন- সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নসরুল কাদির চৌধুরী, এ্যাব এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. জসিম উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহ নেওয়াজ, ড্যাব চট্টগ্রামের সভাপতি ডা. তমিজ উদ্দিন মানিক, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এড. নাজিম উদ্দিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. জহুরুল আলম প্রমুখ।

স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ :
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের উদ্যোগে গত ১৯ জানুয়ারি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ষোলশহর বিপ্লব উদ্যানে ল্যাতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করেন পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, এ্যাবের সাধারণ সম্পাদক ইঞ্জি: জানে আলম সেলিম, চট্টগ্রাম মেট্রোপলিটন ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, জিয়া পরিষদের সাধারন সম্পাদক রোটারিয়ান জসীম চৌধুরী।

এসময় সংক্ষিপ্ত বক্তৃতায় বক্তারা স্বাধীনতা যুদ্ধের স্মৃতি সম্বলিত বিপ্লব উদ্যানকে ধ্বংস করার লক্ষ্যে চট্টগ্রামের মেয়র যে ন্যাক্কারজনক ইতিহাস রচিত করেছে তা অকল্পনীয়। মুক্তিযুদ্ধেল চেতনায় বিশ্বাসী সকল দল ও মতের জনগণের এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

এরপর পেশাজীবী পরিষদ নেতৃবৃন্দ ‘এসএ টিভি’র ১২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে ফুল দিয়ে আিভনন্দন জানান এস এ টিভি পরিবারকে। পরে রেডিসন ব্লুতে চীনা দূতাবাস আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন পেশাজীবী নেতৃবৃন্দ।

কম্বল বিতরণ :
সম্মিলিত পেশাজীবী পরিষদ নেতৃবৃন্দ চট্টগ্রামের কতিপয় শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক জাহিদুল করিম কচি, ইঞ্জি: সেলিম জানে আলম, সাংবাদিক মো. শাহনেওয়াজ, রোটারিয়ান জসীম উদ্দিন চৌধুরী।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print