
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন আসাদগঞ্জে জুয়ার আড্ডায় হানা দিয়ে ১৭ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযানে তাদের কাছ থেকে ২ বান্ডিল তাস ও ৫ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়।
গতকাল বুধবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে শুটকিপট্টি এলাকার একটি ভবনের ৩য় তলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠায়।
গ্রেফতারকৃতরা হলো- মো. হারুন (৪৭), মো. রফিক (৬০), মো. মহিউদ্দিন (৩০), মো. রুবেল (২৮), জাকির হোসেন (৪০), আবুল হোসেন (৬০), মো. সোলেমান (৪২), মো. নুরুল ইসলাম (২৪), মো. মানিক (২৫), মো. বেলাল হোসেন (২৫), মো. ইউসুফ (৩৪), মো. জাফর (৩৯), মো. জসিম (৪৪), নুরনবী (৩৭), জুয়েল (৩৩), মো. এবাদুল (৩৫) ও মো. খালেদ মোর্শেদ (৪৫)।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আসাদগঞ্জ শুটকিপট্টি এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় বসে জুয়া খেলার সময় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তাস ও টাকা উদ্ধার করা হয়।