
প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ে জেলার আনোয়ারায় হাতির আক্রমণে আহত মো. বদর উদ্দীন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত ২৭ ডিসেম্বর রাতে উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজের পাশে পাহাড়ের পাদদেশে সহপাঠীদের সাথে আড্ডা দেওয়ার সময় দেয়াং পাহাড়ে অবস্থানরত একটি বন্যহাতি তাদের উপর আক্রমণ করলে বদরুদ্দীন আহত হন।
নিহত বদরুদ্দীন স্থানীয় নুরপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। সে পেশায় ইলেকট্রনিক্স মিস্ত্রি বলে জানা যায়। পরিবারে তার মা ও এক ভাই এক বোন রয়েছে।
বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী বলেন, হাতির আক্রমণে বদরুদ্দীন আহত হলে তাকে ওই দিন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২৯ দিন তিনি মৃত্যুর সাথে পাঞ্জালড়ে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ইশতিয়াক ইমন বলেন, ‘হাতির হামলায় নিহত যুবকের মৃত্যুর খবর শুনেছি, বন বিভাগের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করা হবে।’
স্থানীয়রা জানায়, দেয়াং পাহাড়ে অবস্থানরত হাতিগুলো প্রায় সময় লোকালয়ে এসে ফসল ও মানুষের ঘর বাড়িতে হামলা চালায়। গত পাঁচ বছরে হাতির আক্রমণে উপজেলায় ৮ থেকে ১০ জনের মৃত্যু হলেও বন বিভাগ হাতিগুলো তাড়ানোর কোন ব্যবস্থা নিচ্ছেনা।
রাত হলেই হাতিগুলো প্রায় সময় লোকালয়ে এসে ফসল ও মানুষের ঘর বাড়িতে হামলা চালায়।