
রায় ঘোষণার পর চট্টগ্রাম আদালতে পুলিশী হেফাজত থেকে আসামী পালিয়ে যাওয়ার ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চেক সংক্রান্ত মামলায় দণ্ডিত সাইফুল করিম খান (৪৩) পালিয়ে যাওয়ায় দায়িত্বের অবেহেলার অভিযোগে কবির হোসেন নামে কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নিশান চাকমা বলেন, আমরা জানতে পেরেছি আদালতের ভেতরে হাজতখানায় তালা খোলা ছিল। দায়িত্বরত কনস্টেবল অন্য এক আসামিকে নিয়ে আদালতের হাজতখানা থেকে বের হন। এ সুযোগে আসামি আদালত থেকে পালিয়ে যান। পরে দুই ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনা তদন্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এর আগে রবিবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের প্রথম যুগ্ম মহানগর আদালতে একটি চেকের মামলায় আসামী সাইফুল খানের রায় ঘোষণায় আদালত। রায়ে ৬ মাসের সাজা দেন। এ সময় তিনি আদালতে উপস্থিতি থাকলেও পরে পুলিশ কাস্টুডি থেকে তিনি পালিয়ে যান।
তবে বেলা ৩টার দিকে তাকে নগরীর হালিশহর থানাধীন সাগরিকা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামি সাইফুল করিম খান হালিশহর থানার রামপুর এলাকার বজলুল করিম খানের ছেলে।