
খাগড়াছড়িতে বালুবাহী ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ছাত্রলীগ নেতা নুরুল কাদের চৌধুরী নিহত হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা শহরের টিঅ্যান্ডটি গেইটসংলগ্ন শহর সমাজসেবা কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল কাদের চৌধুরী খাগড়াছড়ি সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
জানা যায়, বালুবাহী ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহত মোটরসাইকেল আরোহী নুরুল কাদের চৌধুরীকে প্রাথমিকভাবে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিক্যালে পাঠানো হয়। পরে চট্টগ্রামে নেয়ার পথে বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা তানভীর হাসান জানান, দুর্ঘটনার পর ট্রাক্টর জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।