ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কর্ণফুলীতে চুলায় ভাত বসিয়ে ভাড়াটিয়া গার্মেন্টসে, আগুনে ৩ গোডাউন ও ৪ বাসা পুড়ে ছাই

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জে. জাহেদ, সিনিয়র প্রতিবেদক:

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় ১২ ঘন্টার মাথায় ফের আগুনে তিনটি গোডাউন ও চারটি ভাড়া বাসা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

আজ বুধবার (৬ মার্চ) দুপুর ১টায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর আয়ুব বিবি সড়কের ভাড়া বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শোয়াইব হোসেন মুন্সি।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, আগুন লাগার খবর পেয়ে কর্ণফুলী ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর এক ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।

.

স্থানীয় সূত্র জানান, খোয়াজনগর গ্রামের (৫ নম্বর ওয়ার্ড) ওই ভাড়া বাসার এক ভাড়াটিয়া পাখি আক্তার লাকড়ির চুলায় ভাত রেখে ভুলেক্রমে পাশের গার্মেন্টসে চাকরিতে চলে যান। ওই চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।

সেই আগুন নিমিষে ছড়িয়ে পড়ে পাশের মো. আকাশ, ইয়ার মোহাম্মদ ও পারভিন আক্তারের বাসাসহ আজিজ মাস্টারের মুদি দোকানের গোডাউন, স্ক্র্যাপের গোডাউন ও ইরানি টেইলার্সের গোডাউনে। পরক্ষণেই আগুনে সব গোডাউন ও ঘরসহ তিনটি ভ্যান গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে পাশে থাকা হাজী মনির আহম্মেদ পাঁচ তলা ভবনের দেয়ালও ধোঁয়ায় কালো হয়ে যায়।

জানা যায়, ভাড়াটিয়াদের স্থায়ী ঠিকানা ভোলা জেলা হলেও কর্ণফুলীতে বসবাস করছেন প্রায় ৮-১০ বছর হবে। ভাড়াটিয়ারা নিতান্তই খুব অসহায় ও গরিব লোক ছিলেন।

স্থানীয় যুবলীগ নেতা ওয়াহিদুন্নবী হেলাল ও ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবারের ব্যবস্থা করে দিয়েছি।
উপজেলা চেয়ারম্যান কম্বল দিয়েছেন। ইউপি চেয়ারম্যান ১০ দিনের খাবার ও চার পরিবারকে দুই মাসের বাসা ভাড়া করে বাহিরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন।’

.

তাৎক্ষণিক খবর পেয়ে কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, চরপাথরঘাটার ইউপি চেয়ারম্যান হাজী ছাবের আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রসঙ্গত, গতকাল ৪ মার্চ বিকেল পৌনে ৪ টার দিকে কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ নামের ওই চিনি কারখানায় আগুন লাগে।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ৪ ঘন্টার মাথায় ফের (৫ মার্চ) ইছানগরে মশার আগুনে ২১ বসতবাড়ি ও দুই গবাদিপশু পুড়ে যায়। আজ আবারও কর্ণফুলীতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print