t প্রিয়াঙ্কা নির্বাচনে লড়লে ২-৩ লাখ ভোটের ব্যবধানে হারতেন মোদিঃ রাহুল গান্ধি – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রিয়াঙ্কা নির্বাচনে লড়লে ২-৩ লাখ ভোটের ব্যবধানে হারতেন মোদিঃ রাহুল গান্ধি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা ও দলটির সাবেক সভাপতি রাহুল গান্ধি বলেছেন, উত্তরপ্রদেশের বারাণসী আসনে তার বোন প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনে লড়লে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২-৩ লাখ ভোটের ব্যবধানে হারতেন। মঙ্গলবার (১১ জুন) লোকসভা নির্বাচনে জয়লাভের পর রায়বরেলীতে এক জনসভায় অংশ নিয়ে এ কথা বলেন রাহুল। খবর, টাইমস অব ইন্ডিয়া।

এ সময় গান্ধি পরিবারের বিরুদ্ধে ‘পরিবারতন্ত্র’ নিয়ে মোদির কঠোর সমালোচনারও জবাব দেন রাহুল গান্ধি। মোদির নতুন সরকারের মন্ত্রিসভায় ২০ জন নেতা-মন্ত্রীর ছেলেকে মন্ত্রী করার দিকে আঙুল তুলে কংগ্রেসের এই নেতা কটাক্ষ করে বলেছেন, কথায় ও কাজে ফারাকের নামই নরেন্দ্র মোদি! লোকসভা ভোটে রায়বরেলীতে রাহুল গান্ধির জয় ও আমেঠীতে স্মৃতি ইরানিকে হারিয়ে কংগ্রেসের কিশোরীলাল শর্মার জয়ের জন্য দুই লোকসভা আসনের মানুষকে ধন্যবাদ জানাতে রাহুল ও প্রিয়াঙ্কা গিয়েছিলেন সেখানে।

রাহুল বলেন, প্রধানমন্ত্রী রাম মন্দির নির্মাণ করেছেন কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে গরিব, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া বা শ্রমিকদের আমন্ত্রণ জানাননি। এমনকি ভারতের রাষ্ট্রপতি, যিনি একজন আদিবাসী, তাকেও অনুষ্ঠানে আসতে দেয়া হয়নি। উপস্থিত ছিলেন ব্যবসায়ী, সমগ্র বলিউড ও ক্রীড়া মহল। ভোটের মাধ্যমে জবাব দিয়েছেন অযোধ্যার মানুষ।

আগের নির্বাচনগুলোতে অপেক্ষাকৃত খারাপ ফলাফলের কারণ হিসেবে রাহুল বলেন, এর আগের জোটগুলো ভালো হয়নি। এবার তামিলনাড়ু, রাজস্থান, কর্ণাটক, তেলেঙ্গানা এবং দেশের অন্যান্য অংশের দলগুলি একসাথে ছিল কারণ দলগুলো বুঝতে পেরেছিল যে মোদি এবং অমিত শাহ ভারতের অস্তিত্বের শেকড়কে আক্রমণ করার চেষ্টা করছেন। এবার জনগণও বিভাজনকারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, উত্তর প্রদেশের রায়বরেলী ও কেরালার ওয়েনাড় দুই লোকসভা আসনেই জয় পেয়েছেন রাহুল। তবে এখন কোনটি নিজের হাতে রাখবেন, আর কোনটি ছেড়ে দেবেন, তা এখনও স্পষ্ট করেননি। এর মধ্যে রাহুল যে আসন থেকে পদত্যাগ করবেন, সেখানকার উপনির্বাচনে প্রিয়াঙ্কাকে প্রার্থী করা হতে পারে বলে কংগ্রেস শিবিরে জল্পনা চলছে। অপরদিকে আগেরবারের নির্বাচনে নিজের আসনে মোদি পৌনে ৫ লাখ ভোটের ব্যবধানে জিতলেও এবার তা কমে এসেছে মাত্র দেড় লাখ ভোটে।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print