ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফটিকছড়িতে সব ইউনিয়নে বিএনপির সম্মেলন স্থগিত রাখার নির্দেশ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

image 762558 1705114811 ফটিকছড়িতে সব ইউনিয়নে বিএনপির সম্মেলন স্থগিত রাখার নির্দেশ
.

নিজস্ব প্রতিবেদক :::

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) চট্টগ্রাম উত্তর জেলার ফটিকছড়ি উপজেলার পাঁচটি ইউনিয়নের সম্মেলন স্থগিত করার নির্দেশনা দেয়া হয়েছে কেন্দ্র থেকে। দলের একটি পক্ষ অনুপ্রবেশকারীদের নিয়ে  নিজেদের মতো করে সম্মেলন করে কমিটি গঠন করছে – এমন অভিযোগ পাবার পর দলের কেন্দ্র থেকে এমন নির্দেশনা দেয়া হয়।

দলের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, তাড়াহুড়ো করে তেরটি ইউনিয়নের সম্মেলন করে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দলে ত্যাগী নেতাদের চেয়ে বহিরাগতের সংখ্যাই বেশি। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে এই বিষয়ে অভিযোগ করে বঞ্চিতরা।

সম্মেলন স্থগিতের বিষয়ে উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খন্দকারকে  নির্দেশনা দিয়েছেন  বিএনপির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক প্রধান, দলটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজম খাঁন। এরআগে  তার কাছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের  বিএনপির নেতারা অভিযোগ দিলে তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খন্দকারকে মৌখিক ভাবে এমন নির্দেশ দেন।

জানতে চাইলে এডভোকেট আহমদ আজম খান বলেন, ‘ আপাতত পাঁচটি ইউনিয়নের সম্মেলন আপাতত স্থগিত করা হয়েছে। কারণ সকল পক্ষকে সম্পৃক্ত করে ঐক্যবদ্ধ বিএনপি গড়বার লক্ষ্যই এই কাউন্সিলগুলো । আমার কাছে তথ্য এসেছে সেখানে সকল পক্ষকে সম্পৃক্ত করা হয়নি। বিএনপি একটি গণতান্ত্রিক দল, কিন্তু সকল পক্ষকে সম্মেলনে সম্পৃক্ত করা হয়নি এমন তথ্য এসেছে আমার কাছে। এইজন্য বলেছি যে সম্মেলনগুলো সাময়িকভাবে স্থগিত করুক। আমি সকল পক্ষের সাথে মত বিনিময় করে নেবো। তারপরে সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।

ফটিকছড়ি বিএনপির বিভিন্ন ইউনিয়নের যে সকল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেসব সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটির বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্ত কি হবে এমন প্রশ্নের জবাবে আহমদ আযম খান বলেন, ‘ দলের মধ্যে ঐক্য ধরে রাখার জন্য এমন সিদ্ধান্ত দেয়া হয়েছে। বিএনপি একটি বড় দল, এই দলের মধ্যে বিভিন্ন মতের নেতাকর্মী রয়েছে। সবাইকে সম্পৃক্ত করে সম্মেলন করা হচ্ছে না ; বিষয়টি নিশ্চিত হবার পর যেসব ইউনিয়নে এখনো সম্মেলন হয় নি সেগুলো বন্ধ  করতে বলা হয়েছে। ‘

তিনি বলেন, যে সকল ইউনিয়নের সম্মেলন সম্পন্ন হয়েছে, সেগুলোর বিষয়ে আমি তাদের কাছে জিজ্ঞেস করবো।  সকল পক্ষকে সম্পৃক্ত করা হয়েছে কিনা? তারা যদি তারা যদি বলে যে হ্যাঁ ওইসব সম্মেলন সকল পক্ষকে সম্পৃক্তকে করা হয়েছে?  তাহলে সেই কমিটি থাকবে নতুবা বাতিল করা হবে। ‘

আহমদ আজম খান বলেন, আগে যেমন গ্রুপিং ছিল এখন দলের ভেতর গ্রুপিং থাকবে না। সকল পক্ষকে ঐক্যবদ্ধ করে সকল পক্ষকে দলের ভেতরে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে। সেই ভাবে হচ্ছে না তাই সম্মেলন স্থগিত রাখতে বলেছি। সকল পক্ষের সিনিয়র নেতাদের সাথে কথা বলব। কথা বলে সকল পক্ষকে সাথে নিয়ে কাউন্সিলগুলো করবো।’

জানতে চাইলে বিএনপি চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক গোলাম আকবর খন্দকার বলেন, ‘ ফটিকছড়ি উপজেলায় সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। দলের নেতা সরওয়ার আলমগীর ও কর্ণেল ( অব:) বাহারকে একসাথে মিলেমিশে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। সম্মেলনও যাতে দুই পক্ষকে রেখে করা হয়।  ‘

এরআগে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়ন বিএনপির (একাংশের)   দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন বিএনপি নেতারা। গত ১১ জানুয়ারি  সন্ধ্যায় উপজেলা সদর বিবিরহাটের একটি রেস্টুরেন্টে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব একতরফা সম্মেলন বন্ধ করার দাবি জানান বিএনপি নেতারা।

জানতে চাইলে উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমুদ্দিন শাহীন বলেন  বলেন, ইউনিয়ন সম্মেলন করার আগে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ওয়ার্ড কমিটিগুলোকে ঢেলে সাজাতে হয়। আমরা দেখলাম একটি পক্ষ জালিয়াতির আশ্রয় নিয়ে ভূঁয়া ওয়ার্ড কমিটি তৈরী করে বিভিন্ন ইউনিয়নে সম্মেলনের তারিখ ঘোষণা করেছে,  একতরফা সম্মেলন করেছে। আমরা ওয়ার্ড পর্যায়ে অনেক কাউন্সিলরদের সাথে কথা বলে জানলাম ইউনিয়নের প্রায় প্রতিটি ওয়ার্ডে দুইটি করে কমিটি বিদ্যমান রয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ করে সম্মেলন করার কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানাই।  ‘

প্রসঙ্গত,  ফটিকছড়ি বিএনপি ‘সরওয়ার আলমগীর’ ও ‘আজিমুল্লাহ বাহার’- এ দুটি স্পষ্ট ধারায় বিভক্ত। এর মধ্যে উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সরোয়ার আলমগীরের অনুসারীদের আধিক্য রয়েছে। বিভিন্ন সময় সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে কারা নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীরাও তার সাথে  রয়েছেন। কিন্তু উপজেলা বিএনপির আহবায়ক  কর্ণেল (অবঃ) আজিমুল্লাহ বাহার নিজ অনুসারীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে সম্মেলন করার ঘোষণা দিলে বিএনপির বিরোধ তুঙ্গে উঠে।

সর্বশেষ

আরব আমিরাত ও সৌদিতে ১১ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে সরকার

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা গ্রেফতার

করের আওতায় আসছেন গ্রামাঞ্চলের ব্যবসায়ী-চিকিৎসক-আইনজীবীরা

মৃত আত্নীয়কে দেখে বাড়ী ফেরা হলোনা স্বামী-স্ত্রী

কোস্টগার্ডের আধুনিকীকরণে সব ব্যবস্থা নিয়েছে সরকারঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

উন্মোচন করা হলো টাইগারদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি

ঈদে নতুন নোট কবে থেকে পাওয়া যাবে, মিলবে ব্যাংকের যেসব শাখায়

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print