
নিজ বিভাগের ছাত্রীকে যৌন হয়রানির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চাকরিচ্যুত শিক্ষক হলেন- সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাহাদাৎ হোসেন।
গত বছরের ২৭ জুন নিজ বিভাগের দুই ছাত্রী অধ্যাপক সাহাদাৎ এর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বিভাগীয় চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে গত বছরের ২১ জুলাই সিন্ডিকেটের এক সভায় তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, শিক্ষককের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠলে ঘটনাটি তদন্ত করা হয়। তদন্তে হয়রানির ঘটনা সত্যতা পেলে সিন্ডিকেটের সভায় তাকে চাকরিচ্যুত করা হয়।