
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার পশ্চিম ভূজপুর এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পাঁটটি বসতঘর পুড়ে গেছে। আগুনে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
সোমবার রাত পৌনে ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার স্টেশন থেকে িএকটি গাড়ি গিয়ে পানি ছিটিয়ে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণ করেছে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অপারেটর সারওয়ার জাহান জানান, ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কমপক্ষে ৮ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।