ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো স্থানীয় সরকার সংস্কার কমিশন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

স্থানীয় সরকার সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন গ্রহণকালে প্রধান উপদেষ্টা সংস্কার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জনসম্পৃক্ততার প্রতি তার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ড. ইউনূস বলেন, আমরা পুরো প্রতিবেদনটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করব, যাতে নাগরিক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সকলেই প্রস্তাবিত সংস্কার সম্পর্কে জানতে ও বুঝতে পারেন। আমি বিশ্বাস করি, এই সংস্কারগুলো স্কুলে পাঠ্য হওয়া উচিত, যাতে ছোটবেলা থেকেই নাগরিক সচেতনতা গড়ে ওঠে।

তিনি আরও বলেন, আর দেরি করা চলবে না। এই সংস্কারগুলোকে কাগজ থেকে বাস্তবে রূপ দিতে হবে এখনই।

কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বে এই প্রতিবেদনটি মাসব্যাপী পরামর্শ, গবেষণা ও মাঠপর্যায়ের কার্যক্রমের মাধ্যমে প্রস্তুত করা হয়।

অধ্যাপক তোফায়েল বলেন, আমরা প্রস্তাব করছি যেন ঐকমত্য কমিশন এই প্রতিবেদন পর্যালোচনা ও প্রতিফলনের কাজটি করে। প্রথম অংশে আমরা কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছি এবং পরের অংশে উপস্থাপন করেছি ‘একটি ধারণা যা হাজারো বাস্তবায়নকে সম্ভব করবে’ — এমন একটি কাঠামো যা বাস্তব ও টেকসই পরিবর্তন নিশ্চিত করতে পারে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য স্থানীয় সরকারকে আরও দক্ষ ও জনসেবামুখী করা। আমরা সম্পদ ব্যবস্থাপনার ওপর একটি পৃথক অধ্যায় উৎসর্গ করেছি এবং প্রস্তাব করেছি, স্থানীয় সরকার বিভাগ একটি তদারকি ভূমিকা পালন করুক যাতে জবাবদিহিতা নিশ্চিত হয়।”

প্রতিবেদনে শহরভিত্তিক স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোরও চিহ্নিত করা হয়েছে, বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে।

অধ্যাপক তোফায়েল বলেন, বিভাগীয় অদক্ষতা ও দুর্নীতি এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। বৃহৎ অবকাঠামো প্রকল্প থেকে শুরু করে দৈনন্দিন সেবার ক্ষেত্রেও দুর্নীতি বিভিন্ন স্তরে ছড়িয়ে আছে — প্রকল্প পর্যায়ে, সেবা পর্যায়ে, এবং আন্তঃবিভাগীয় স্তরে। এসব মোকাবিলা না করলে কার্যকর শাসন ব্যবস্থা কেবল স্বপ্নই থেকে যাবে।

উক্ত সভায় স্থানীয় সরকার সংস্কার কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে ছিলেন অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, আবদুর রহমান, ড. মাহফুজ কবির, মহসুদা খাতুন শেফালী, অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, এলিরা দেওয়ান, অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, এ. কে. এম. তারিকুল আলম, হেলেনা পারভীন এবং মজবাহ উদ্দিন খান।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print