অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন কর্নেল মো. তানভির হোসেন। এ নিয়ে সম্প্রতি মোট ২ জন অতিরিক্ত কারা মহাপরিদর্শক নিয়োগ দিলো সরকার। রোববার (২০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
একই প্রজ্ঞাপনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্সের ডিন ব্রিগেডিয়ার জেনারেল খালেদ শামছকে সেনাবাহিনীতে ফেরত নেয়া হয়েছে। এছাড়া তার জায়গায় বিইউপির ওই অনুষদের দায়িত্ব দেয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মো. সাহেদুল ইসলামকে।
যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) নিম্নবর্ণিত কর্মকর্তাদের বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগ অথবা প্রেষণ পদ থেকে প্রত্যাহারপূর্বক তাদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।